বন‍্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বাঁকুড়ায় পঞ্চায়েত মন্ত্রী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব

4th October 2021 4:28 pm বাঁকুড়া
বন‍্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বাঁকুড়ায় পঞ্চায়েত মন্ত্রী সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  নিম্নচাপজনিত বৃষ্টি পরবর্ত্তী পরিস্থিতি খতিয়ে দেখতে বাঁকুড়ায় পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জী। সোমবার তাঁর সহকর্মী, মন্ত্রী জ্যোৎস্না মাণ্ডি, দলীয় বিধায়ক অরুপ চক্রবর্ত্তী, চিত্রাভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জী সহ অন্যান্যদের নিয়ে মানকানালী সেতু পরিদর্শণে যান তিনি। ভেঙ্গে যাওয়া সেতুর ছবি নিজের মোবাইল ক্যামেরায় বন্দী করার পাশাপাশি উপস্থিত মানুষজনের সঙ্গেও কথা বলেন রাজ্যের বর্ষীয়ান এই মন্ত্রী।

   পরে সপারিষদ তিনি বাঁকুড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ড, মহম্মদ নগরে যান। সেখানে দূর্গত মানুষদের বর্তমান অবস্থা বিষয়ে খোঁজ খবর নেন। একই সঙ্গে দূর্গতরা যাতে প্রয়োজনীয় সরকারী সাহায্য পান সেবিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।